পরিচালকের বানী
বিসমিল্লাহির রাহমানির রাহিম
বিশ্বের এক উন্নয়নশীল দেশ হিসেবে পরিগণিত। তারই ধারাবাহিকতায় প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বসবাসকারী সাধারণ ও দারিদ্র মানুষের স্বাস্থ্যসেবার কথা মাথায় রেখে আমাদের এই ক্ষুদ্র প্রসায়। গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের যুবক ও যুবতীদের M.B.B.S ও গাইনী ডাক্তারের সহযোগিতায় হাতে কলমে মৌলিক প্রশিক্ষনের মাধ্যমে একজন দক্ষ পল্লী চিকিৎসক তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।
আমাদের মনে রাখা জুরুরী যে, আমাদের মোট জনসংখ্যার আশি শতাংশ মানুষ গ্রামে বাস করে। এই অসহায় ও হত দারিদ্র মানুষ বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা নিয়ে বেঁচে থাকে। পল্লী চিকিৎসকই তাদের এতমাত্র ভরসা, কেননা আমাদের দেশে প্রয়োজনের তুলনায় M.B.B.S ডাক্তারদের সংখ্যা খুবই সীমিত। তাই প্রত্যন্ত অঞ্চলের মানুষ যে সাধারণ স্বাস্থ্য সমস্যার জন্য তাদের হাতের কাছেই প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে ও সুস্থ থাকতে পারে , এই লক্ষ্য নিয়েই আমাদের এই ক্ষুদ্র প্রসায়। তাই এই প্রচেষ্টার মাধ্যমে যদি সাধারণ হতদরিদ্র প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের একটু ও উপকার করতে পারি তাহলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক বলে মনে হবে।
এই তরুণ তরুণীরা আমাদের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ চিকিৎসক হয়ে যুগ উপযোগী চিকিৎসা প্রদান করে সুস্থতা অনায়ন করতে পারলেই আমাদের সার্থকতা।